সেন্টমার্টিনে কুকুরের বন্ধ্যাত্বকরণ কর্মসূচি শুরু

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে কুকুরের আধিক্য নিয়ন্ত্রণে বন্ধ্যাত্বকরণ কর্মসূচি শুরু করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে সেন্টমার্টিন সৈকতের জেটিঘাটে কক্সবাজার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও টেকনাফ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। এ সময় সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। সূত্রে জানা যায়, সেন্টমার্টিন দ্বীপে প্রায় হাজার খানেক কুকুর বিচরণ করছে। ছোট্ট দ্বীপটির লোকসংখ্যা অনুপাতে তা একটু বেশি। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বলে কুকুরগুলো অন্য এলাকায় যেতে পারে না। অত্যাধিক কুকুরের কারণে সৈকতে মা কাছিম ডিম পাড়তে আসে না। কুকুরের আক্রমণের ভয়ে অনেক সময় স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা কুকুরের প্রতি নির্দয় আচরণ করে। দেশের অন্য এলাকার কুকুরের সঙ্গে সেন্টমার্টিনে বসবাসরত কুকুরের মধ্যে পার্থক্য আছে। এখানকার কুকুরগুলোর স্বাভাবিক প্রজনন হার অনেক বেশি এবং কুকুরছানার মৃত্যুহারও কম। এ কারণে অ-নিয়ন্ত্রিত কুকুর বৃদ্ধিতে দ্বীপের সামুদ্রিক জীববৈচিত্র্য,স্বাভাবিক বাস্তুসংস্থানের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পক্ষে ক্রমশ বড় হুমকি হয়ে উঠছে। এ জন্য ঢাকা থেকে ৩ জন রেজিস্টারড ভেটেরিনারি ডাক্তার, ৫ জন ভেট সহকারি, ও ২৫ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের টিম কাজ করছেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news