হজ ও ওমরাহ যাত্রীদের পরিবহনের জন্য উড়ন্ত ট্যাক্সি চালু করার পরিকল্পনা করছে সৌদি আরব। জেদ্দা-মক্কা রুটে কিং আব্দুলআজিজ বিমানবন্দর থেকে এই উড়ন্ত ট্যাক্সি সেবা দেওয়া হবে। উড়ন্ত এই বাহন বিমানবন্দর থেকে যাত্রীদের মক্কার বিভিন্ন হোটেলে পৌঁছে দেবে। সৌদি আরবেরর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির পরিবহন মন্ত্রী সালেহ বিন নাসের আল জাসেরের বরাতে জানিয়েছে, খুব দ্রুতই এই ট্যাক্সি সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হবে । চলতি বছরের মধ্যেই এই ট্যাক্সি সেবা চালু করতে চায় সৌদি প্রশাসন। গত বছর প্রায় বিশ লাখ মানুষ পবিত্র হজে অংশ নিয়েছেন। প্রতি বছর ওমরাহ’র জন্য সৌদি আরবে লাখ লাখ মানুষ যাতায়াত করে। এই ট্যাক্সি সার্ভিসের জন্য ১০০ আকাশযান কিনতে চলেছে সৌদি কর্তৃপক্ষ। লিলিয়াম জেট নামের এই আকাশ বাহন জার্মানির তৈরি।
0 Comments
Your Comment