কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন হাজী সেলিম

রাজধানীর আইডিয়াল কলেজের প্রথমবর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আদালতে আনা হলে কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় অঝোরে কাঁদলেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিম। আজ সোমবার বিকাল ৩টা ৩৫ মিনিটের দিকে হাজী সেলিমকে হাজির করে পুলিশ। সেখান থেকে পুলিশের নিরাপত্তায় তাকে কাঠগড়ায় নেওয়া হয়। তখন এজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে হাতজোড় করে কাঁদতে থাকেন তিনি। লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন লালবাগ থানার উপপরিদর্শক আক্কাস মিয়া। শুনানি শেষে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান। গতকাল রবিবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

0 Comments

Your Comment