কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার অভিযান চলছে। এছাড়া এসব ঘটনায় অনেক ব্যক্তি ও পুলিশ বাদী হয়ে বেশ কিছু মামলা করেছে। এর মধ্যে ঢাকা জেলায় এখন পর্যন্ত সাড়ে তিনশর বেশি আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী। তিনি বলেন, ‘গত কয়েকদিন ঢাকাসহ সাভার এলাকায় সন্ত্রাস ও বিশৃঙ্খলা তৈরির যে প্রচেষ্টা হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় ২৩টি মামলা ও কেরানীগঞ্জে ২টিসহ মোট ২৫টি মামলা করা হয়েছে। এসব মামলায় প্রায় ৩৫০ জনের বেশি আসামি গ্রেপ্তার করা হয়েছে।’ এই সাড়ে তিন শতাধিক গ্রেপ্তার আসামির মধ্যে কোনো ছাত্র আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কাজ যারা করেছে, তারা কেউ ছাত্র নন। তারা ছাত্রদের আন্দোলনে মিশে লুটপাটসহ নৈরাজ্য করেছে। আমরা মূলত তাদেরই আটক করেছি, যারা নৈরাজ্য-লুটপাট করেছে। তাদের পরিচয় একটাই, তারা নৈরাজ্যকারী ও লুটপাটকারী।
0 Comments
Your Comment