ঢামেকে যুদ্ধাঅপরাধীসহ দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হলেন- মানবতাবিরোধী অপরাধের (যুদ্ধাঅপরাধী) মামলার সাজাপ্রাপ্ত আসামি আলীম উদ্দীন খান (৭৮)। অপরজন হলেন মাদক মামলার আসামি আলী আক্কাস মজুমদার দুলাল (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ দুইটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়মনসিংহ জেলার পাগলা উপজেলার সাধুয়া গ্রামের মৃত আব্দুল গফুর খাঁনের ছেলে আলিম উদ্দিন খাঁন। তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে মারা যান। এর আগে, গত ১৭ ডিসেম্বর তাকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। কারাগার সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ আদালত তাকে ২০ বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। অপরদিকে, যাত্রাবাড়ি থানার বিচারাধীন একটি মাদক মামলায় মো. আলী আক্কাস মজুমদার দুলাল (৫০) কারাবন্দি ছিলেন। তিনিও কাশিমপুর কারাগার-২ এ বন্দি ছিলেন। অসুস্থতার কারণে সেখান থেকে গত ১৮ ডিসেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) এর অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কারারক্ষীদের হেফাজতে থেকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় তার মৃত্যু হয়। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াগ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আলী আক্কাস মজুমদার ।
0 Comments
Your Comment