আগামী তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে দেশে সব মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসামান্য অবদান রাখায় ছাত্রদের ধন্যবাদ জানিয়ে রাজধানীর ডেমরার বিভিন্ন ওয়ার্ডে গত বৃহস্পতিবার শান্তি মিছিল শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এখন দেশে মূল সমস্যা গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্র ফিরিয়ে আনাই হচ্ছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেশে সব মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।
0 Comments
Your Comment