থার্টিফার্স্টে ওড়ানো যাবে না ফানুস

থার্টিফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষ উদযাপন কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরই মধ্যে নগরীর বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকবে পুলিশ-র‌্যাবসহ সংশ্লিষ্টরা। কোথাও কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধসহ ১২ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানর পুলিশ (ডিএমপি)। এদিকে মাদকদ্রব্যের অপব্যবহার ও উচ্ছৃঙ্খলতা রোধে থার্টিফার্স্ট নাইটে রাজধানীর সব বার বন্ধ থাকবে। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বিশেষ অভিযান শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। জানা গেছে, থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে অবৈধ ও ভেজাল মদ পান করে কোনো প্রাণহানি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে বিষয়ে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থার্টিফার্স্ট নাইটে মাদক সেবন করে রাস্তাঘাটে যাতে কেউ মাতলামি বা উচ্ছৃঙ্খলতা না করে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রি ও চোরাচালনসহ মাদক বিক্রির চিহ্নিত স্থান এবং হোটেল, রেস্তোরাঁয় অবৈধভাবে মাদক বিক্রি ও ব্যবহার রোধে মাদকবিরোধী অভিযান জোরদারে একাধিক টিম গঠন করা হয়েছে। ডিএনসির উপপরিচালক (ঢাকা মেট্রো-উত্তর) মোহাম্মদ রাশেদুজ্জামানের নেতৃত্বাধীন টিম গুলশান, রমনা, তেজগাঁও, ধানমন্ডি, উত্তরা, মিরপুর ও মোহাম্মদপুর; উপপরিচালক (ঢাকা মেট্রো-দক্ষিণ) মো. মাসুদ হোসেনের নেতৃত্বাধীন টিম সূত্রাপুর, কোতোয়ালি, মতিঝিল, সবুজবাগ, ডেমরা, লালবাগ ও খিলগাঁও এবং উপপরিচালক (ঢাকা জেলা) মো. বাহাউদ্দিনের নেতৃত্বাধীন টিম কেরানীগঞ্জ, সাভার, ধামরাই, দোহার ও নবাবগঞ্জ এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে। সার্বিক কার্যক্রম সমন্বয় করছেন ডিএনসির অতিরিক্ত পরিচালক (ঢাকা বিভাগীয় কার্যালয়) মজিবুর রহমান পাটওয়ারী। থাকবে স্পেশাল মনিটরিংয়ের ব্যবস্থাও। প্রসঙ্গত, থার্টিফার্স্ট নাইট ঘিরে রাজধানীতে হোটেল, রেস্তোরাঁ, রেস্ট হাউস, গেস্ট হাউসসহ আবাসিক ও বাণিজ্যিক ভবনে নানা অনুষ্ঠানের পাশাপাশি ডিজে পার্টির আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে চলে তরুণ-তরুণীদের শরীরীয় উন্মাতাল-উন্মাদনা। নাচের নামে অশালীন অঙ্গ-ভঙ্গির মধ্যে চলে ইয়াবা, আইস, সিসা, বিয়ারসহ অবাধ মাদক সেবন। নেশায় বুঁদ হয়ে যায় তরুণ-তরুণী। এমনকি অসামাজিক কাজেও লিপ্ত হয় তারা। আবার এসব স্থানে দেহব্যবসার সঙ্গে ভেজাল ও অবৈধ মাদকের ব্যবসা চলে। এসব অবৈধ মাদকের বিরুদ্ধে রাজধানীতে সাঁড়াশি অভিযান শুরু করেছে ডিএনসি। ডিএনসির অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটওয়ারী বলেন, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ৯টি বিশেষ টিম গঠন করা হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, রবীন্দ্র সরোবর, গুলশান-১ ও ২-এ বেশি সক্রিয় থেকে অবৈধ ও ভেজাল মদ উদ্ধারে অভিযান চালাচ্ছে। এসব এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। হোটেল, রেস্তোরাঁ, আবাসিক ও বাণিজ্যিক ভবনে ডিজে পার্টি বন্ধ থাকবে।

0 Comments

Your Comment