ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীর ধানমন্ডিতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডির ১৫ নম্বরে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করেছে। ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি ১৫ নম্বরে একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই। পরে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে আজ বুধবার সন্ধ্যা ৬টায়।

0 Comments

Your Comment