রাজধানীর বনানী এলাকায় বাসের নিচে ঢুকে পড়া মোটরসাইকেলটির চালক মারা গেছেন। শনিবার (২৭ এপ্রিল) রাতে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকেল ৪টা ২মিনিটে বনানী এলাকায় যাত্রীবাহী একটি বাসের নিচে হঠাৎ একটি মোটরসাইকেল ঢুকে যায়। আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওসি আরও বলেন, নিহত মোটরসাইকেলচালকের নাম-পরিচয় জানা যায়নি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বাসটি ইউটার্ন নেওয়ার সময় বাসের নিচে চলন্ত মোটরসাইকেল ঢুকে পড়ায় আগুন ধরে যায় বাসটিতে। পরে চালককে উদ্ধার করে হাসপাতালে নেন পথচারীরা। তবে ঘটনার পর থেকে আহত মোটরসাইকেলচালকের সন্ধান পাচ্ছিল না পুলিশ।
0 Comments
Your Comment