মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় নিহত ১

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল ওয়াদুদ (৫৬) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকায়। তিনি পরিবার নিয়ে মালিবাগ এলাকায় বসবাস করতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

0 Comments

Your Comment