রাজধানীর মিরপুর ১৪ নম্বর এলাকায় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর। ফায়ার সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিরপুর ১৪ নম্বর মার্কস মেডিকেলের পেছনে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনাস্থল থেকে ভাষানটেক থানার (ওসি তদন্ত) শফিকুল ইসলাম জানান, মিরপুর ১৪ নম্বর বাগানবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা পরপরই ফায়ার সার্ভিস কাজ করে আগুন নিয়ন্ত্রণ করেছে। ৫০ থেকে ৬০ ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এর বেশিও হতে পারে। এ ঘটনায় হতাহতের সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান তিনি।
0 Comments
Your Comment