রাজধানীতে ছিনতাইকারীর হাতে লেগুনাচালক খুন

রাজধানী ঢাকার রামপুরা ব্রিজে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. হাসান (২২) নামের এক লেগুনাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা আমির হোসেন বলেন, হাসান পেশায় লেগুনাচালক ছিলেন। রাতে বাসায় ফেরার পথে রামপুরা ব্রিজে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করেন। এসময় তার কাছে থাকা টাকা এবং মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিতে গেলে হাসানকে তারা ছুরিকাঘাত করেন। পরে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। হাসান বরিশালের ভান্ডারিয়া উপজেলার আব্দুল মালেকের ছেলে। কর্মসূত্রে রাজধানীর রামপুরা এলাকায় বসবাস করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

0 Comments

Your Comment