রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর বংশালে সিয়াম ও খিলগাঁওয়ে মহসিন নামে গলায় ফাঁস লাগিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। বিষয় দু’টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তাদের স্বজনদের বরাদ দিয়ে তিনি বলেন, বংশালের টিকাটুলি একটি বাসায় স্ত্রী'র সাথে অভিমান করে সিয়াম (২৭) নামে এক যুবক দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। বিষয়টি তার স্বজনরা দেখতে পেয়ে দরজা ভেঙে উদ্ধার করে তার ভাই সায়েম রাত সোয়া ৯ টায় জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মাইনুউদ্দিন। অপরদিকে, খিলগাঁও পুর্ব গোঁড়ান এলাকায় মহসিন (৪২) নামে এক ব্যক্তি ফাঁস দেন। সেখান থেকে তাকে উদ্ধারের পর খলিল নামে এক স্বজন তাকে রাত পৌনে ১১ টায় জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মানুষিক সমস্যা ছিল বলে জানিয়েছেন তিনি। তার বাবা নাম আক্কাস মিয়া।

0 Comments

Your Comment