রাজধানীতে বিভিন্ন মাদকসহ গ্রেফতার ৩৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৭৬৮ পিস ইয়াবা, ১৩৮ গ্রাম ৩৬ পুরিয়া হেরোইন, ১৫ লিটার দেশি মদ ও ৩ কেজি ৭৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।

2 Comments

AkEjlsSgrG
AkEjlsSgrG

Web Developer

DSyzquRIhkLjaVX
zferFljEHpGVD
zferFljEHpGVD

Web Developer

bdzfvJuoUNLYRMDA

Your Comment