রাজধানীর পান্থপথে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে বুধবার পান্থপথের একটি কনভেনশন সেন্টারে এই জামাত অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ৭টায় কনভেনশন সেন্টারে মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। কয়েকজন মুসল্লি জানান, সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, সে হিসেবে আমরাও পালন করছি। এর আগেও ঈদ পালন করেছি। এদিকে, চাঁদপুর, পিরোজপুর ও চট্টগ্রামসহ দেশের বেশ কয়েকটি স্থানে মুসলমানদের একটি অংশ ঈদের নামাজ আদায় করেছেন। বাংলাদেশে ঈদুল ফিতর আগামীকাল বৃহস্পতিবার নির্ধারিত হলেও দেশের কিছু কিছু জায়গায় বুধবার উদযাপিত হচ্ছে ঈদ।
0 Comments
Your Comment