তেজগাঁও ট্রাক ডাইভার মালিক সমিতির সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে সাতরাস্তা অবরোধ করেছেন শ্রমিকরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সড়ক অবরোধ করেন তারা। শ্রমিক নেতাকে না ছাড়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। শ্রমিক নেতা গ্রেফতারের প্রতিবাদে তেজগাঁওয়ের সাতরাস্তা অবরোধ তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেছেন, এক শ্রমিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে ট্রাক শ্রমিক ও আওয়ামী দোসররা সাতরাস্তায় সড়ক অবরোধ করেছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
0 Comments
Your Comment