সাভারে সুশীল রাজ বংশী (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ নভেম্বর) রাতে সাভার নামা বাজার এলাকায় নিজ বাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গনেশ রাজ বংশী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক গনেশ নিহতের বন্ধু বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, রাতে নামা বাজার আলেয়া মাদরাসার সামনে সুশীল রাজ বংশীকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব উল্লাহ সরকার বলেন, প্রাথমিকভাবে বন্ধু-বান্ধবের মধ্যে শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানতে পেরেছি। এঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তিনি জানান, মরদেহটির ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় সাভার মডেল থানার একটি মামলা দায়ের করা হয়েছে।
0 Comments
Your Comment