হাতিরঝিল লেক থেকে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল লেক থেকে ভাসমান এক নারীর মরদেহ উদ্ধার করা করা হয়েছে। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায়, ওই নারীর নাম রাহানুমা সারাহ, বয়স ৩২ বছর। তিনি গাজী টিভির নিউজরুম এডিটর ছিলেন। বুধবার (২৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর বলেন, হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আমরা মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছি। ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি।

1 Comments

PxraNDqwm
PxraNDqwm

Web Developer

bKIuYOngJBGFlUH

Your Comment