আওয়ামী লীগ অফিস দখল করে স্বতন্ত্র প্রার্থীর কার্যক্রম, ভাঙচুর কর্মীদের

রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধু কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের অফিস। সেখান থেকে নিজের কার্যক্রম চালিয়ে আসছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এনামুল হক। দলীয় প্রার্থী আবুল কালাম আজাদ কার্যালয়টি ব্যবহার করতে পারছেন না। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও বঙ্গবন্ধু কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। রবিবার রাত আটটার দিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে ইট পাটকেল নিক্ষেপ করে ভবনের গ্লাস ভেঙে ফেলে। এছাড়াও বঙ্গবন্ধু কমপ্লেক্সের সামনে থাকা রেলিংগুলো লোহার রড দিয়ে পিটিয়ে নষ্ট করে দেয়। আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদের লোকজন এটি করেছে বলে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা এনামুল হকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের অভিযোগ, এনামুলের লোকজনই এটি করেছে। ভোটে পরাজয় বুঝতে পেরে তারা নানা অপকর্ম করছে এলাকায়।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news