আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘এই অন্তবর্তীকালীন সরকারকে একটি নির্বাচন করার জন্য জনগণ ক্ষমতায় বসায়নি, রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, কল্যাণের জন্য দলমত নির্বিশেষ তাদের ক্ষমতায় বসিয়েছে। তাই আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন।’ আজ বুধবার বিকালে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য যে সময় প্রয়োজন হবে গণঅধিকার পরিষদসহ বিপ্লবে অংশগ্রহণকারী সকল দল সেই সময়টুকু দেবে এবং সংস্কারের লক্ষ্যে যে ছয়টি কমিশন গঠন হয়েছে, তারা সবাই দক্ষ, অভিজ্ঞ, তারা সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে কাঙ্খিত সংস্কারের পথে নিয়ে যাবেন।’ তিনি আরো বলেন, ‘এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতিতে আর জায়গা না পায় সে বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের এখনো গা শিউরে উঠে সেদিন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ অস্ত্রহাতে রাজপথে দাঁড়িয়ে কীভাবে জনতার বুকে গুলি চালিয়েছিলো, হায়েনার মতো ঝাপিয়ে পড়েছিলো, রামদা দিয়ে কুপিয়েছিলো, নারীদের বস্ত্র হরণ করেছিলো, আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট চরিত্র এটা শুধু ২০২৪ সালের নয়, আমরা ৭৫ এ আওয়ামী লীগের বাকশালি চরিত্র দেখিনাই, কিন্তু বাকশালি চরিত্র ছিলো জঘন্য। সে সময় নতুন বৌ নিরাপদ ছিলো না, শেখ মুজিবুরের ছেলের ব্যাংক ডাকাতির ঘটনা ইতিহাসের পাতায় লেখা আছে। তাই এই বাকশালি, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলার মাটিতে আর দাঁড়াতে দেওয়া যাবে না।’

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news