দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া আরও এক নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য মো. আশরাফ হোসেন আলিমকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট হবে আগামী ৮ মে। এর আগে, উপজেলার প্রথম ধাপের ভোটে অংশ নেওয়ায় মোট ৭৬ নেতা বহিষ্কার করে বিএনপি।
0 Comments
Your Comment