বিএনপির দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে এই অবরোধ চলবে আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত। অবরোধের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাটে টায়ারে অগ্নিসংযোগসহ বিক্ষোভ করেছে থানা ছাত্রদলের নেতা-কর্মীরা। সকাল সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করে নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আশুলিয়া থানা যুবদল ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবরোধের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় মিছিলকারীরা বেশ কয়েকটি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং যানবাহনে ভাঙচুরের চেষ্টা চালায়। রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নেতা-কর্মীরা পালিয়ে যায়। পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যতদিন পর্যন্ত এ সরকারের পতন না হবে, ততদিন পর্যন্ত রাজপথ অবরোধের আন্দোলনে যুবদল ও বিএনপি নেতা-কর্মীরা মাঠে থাকবে। বক্তারা অবিলম্বে নির্বাচন বন্ধসহ সংলাপের মাধ্যমে সমঝোতার আহ্বান জানান।
0 Comments
Your Comment