দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জনগণের ইচ্ছার কোনো কর্ণপাত করে না সরকার। কিছু বিদেশি প্রভুদের খুশি করতেই ৭ জানুয়ারি নির্বাচন করেছে সরকার। আরও বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ আজ নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছে। ভারতীয় সীমান্তে বিজিবি নিহত হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হচ্ছে না। দেশের অর্থনীতিতে ধস নেমেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, বাজে অর্থনীতি আর ডলার সংকটে বিদেশি বিনিয়োগ কমেছে। দ্রব্যমূল্যের দামে নিঃস্ব আজ দেশের মানুষ। কিন্তু সরকার কোনো কিছুতেই কর্ণপাত করছে না।
0 Comments
Your Comment