ওবায়দুল কাদেরের সঙ্গে ঢাকার সংসদ সদস্য এবং মেয়রদ্বয়ের সভা আজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার অন্তর্গত জাতীয় সংসদ সদস্য এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি মেয়রদ্বয়ের এক মতবিনিময় সভা আজ সোমবার সকাল ১১টায় ধানমন্ডিস্থ দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news