কার্টুন আঁকার স্বাধীনতা আসায় আমি খুশি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে নিয়ে কার্টুন আঁকায় কার্টুনিস্ট মেহেদি হাসানের প্রশংসা করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই কার্টুনটি শেয়ার করে দেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা নিয়ে কথা বলেছেন তিনি। তারেক রহমান লিখেছেন, বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত খুশি। ২০০৬ সালের আগে বাংলাদেশের কার্টুনিস্টরা বিশেষ করে শিশির ভট্টাচার্য আমাকে ও আমার মাকে নিয়ে প্রায়ই কার্টুন আঁকতেন। কিন্তু গত ১৫ বছরে আমরা দেখেছি- কার্টুন আঁকার কারণে কার্টুনিস্ট আহমেদ কবিরকে জোরপূর্বক অপহরণ, গুম, নির্যাতন ও কারাভোগ করতে হয়েছে। আহমেদ কবিরের মতো আরও অনেককে এমন পরিণতি ভোগ করতে হয়েছে। এমনকি শিশির ভট্টাচার্য কার্টুন আঁকাই বন্ধ করে দিয়েছেন। তিনি লিখেছেন, আমি কার্টুনিস্ট মেহেদির ভক্ত। আমি শিশির ভট্টাচার্যের কার্টুন উপভোগ করি। আমি আশা করি তিনি খুব শিগগিরই নিয়মিত কার্টুন আঁকা শুরু করবেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news