কুমিল্লায় রাব্বি-সাক্কু গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, গুলিবিদ্ধ ৪

কুমিল্লা নগরী সংলগ্ন শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জামিল হাসান অর্ণব (২৭) নামে এক ছাত্রদল নেতা গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার শাসনগাছা মধ্যমপাড়ার আবুল কাশেম ও মোল্লা বাড়ির রাব্বি-সাক্কু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত অর্ণব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার মিয়া ছেলে। তিনি শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিকের (২৮) ডানপায়ে, নেয়ামত উল্লাহর (৩৫) কোমরে, নুরুল আফসার মোহনের (২২) পিঠে এবং নাজমুল হাসানের (২৬) হাতের নিচে গুলি লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর শহরতলীর শাসনগাছা বাস টার্মিনালে সততা বাস সার্ভিসে কর্মরত ছিলেন অর্ণব। তখন একই এলাকার ছাত্রলীগ কর্মী রাব্বি ও আলাউদ্দিন এসে প্রকাশ্যে গুলি করেন। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news