খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর দক্ষিণে থানা ও ওয়ার্ডে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা এবং ওয়ার্ডে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী, ডেমরা, রমনা, চকবাজার, লালবাগ, খিলগাঁও, বংশাল, শাহজাহানপুর, মতিঝিল, সূত্রাপুর, ওয়ারী, শাহবাগসহ বিভিন্ন থানা এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সমূহে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কদমতলীতে বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আবদুস সালাম আজাদ, সাবেক নগর সদস্য সচিব রফিকুল আলম মজনু, নির্বাহী কমিটির সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজি আবুল বাসার, সদস্য আ ক ম মোজাম্মেল হোসেন, ডেমরায় মহানগরীর সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, সভাপতি এস এম জিলানী, লালবাগে নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, মতিঝিলে লিটন মাহমুদ, কেন্দ্রীয় যুবদল নেতা, গোলাম মাওলা শাহীন, সূত্রাপুরে নগর বিএনপি নেতা মকবুল ইসলাম টিপু, জামসেদুল আলম শ্যামল, ধলপূরে বাদল সরদার, আবদুল কাদির, রাইসেল হাসান হবি, খিলগাঁওয়ে নগর দক্ষিণ বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ইউনুস মৃধা, শাহবাগে মহানগর নেতা এমএ হান্নান, কলতাবাজারে মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, তাঁতীবাজারে মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিলে সদ্য বিলুপ্ত মহানগর দক্ষিণ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news