খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক সাক্ষাৎ করেছেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজায়’ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় হাইকমিশনার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বিশেষ করে দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী পরে এসে যোগ দেন।

2 Comments

RxhZigbKQXjNEHm
RxhZigbKQXjNEHm

Web Developer

GdZunrSUmkeyhIJt
lhamNWbfoKFIMxD
lhamNWbfoKFIMxD

Web Developer

iCsOeTmHudbYjEt

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news