গুলশানে ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন

রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবব পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট। বৃহস্পতিবার দুপুর ১টা ৪২ মিনিটের দিকে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, আমাদের কাছে দুপুর ১টা ৪২ মিনিটের দিকে খবর আসে যে, গুলশান-১ নম্বর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশনকে বিষয়টি জানানো হয়। সেখান থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ করছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news