গোপালগঞ্জের দুই উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী যারা

গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মধ্যে প্রথম ধাপে বুধবার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কোটালীপাড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিমল কৃষ্ণ বিশ্বাস (দোয়াত-কলম) ৪০ হাজার ২৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটততম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান হাওলাদার (চিংড়ি প্রতীক) পেয়েছেন ৩৯ হাজার ২৮২ ভোট। টুঙ্গিপাড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ ( দোয়াত-কলম) ৪০ হাজার ৭৯২ ভোট পেয়ে নির্বাচত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদুল হক মাসুদ পেয়েছেন ১৯ হাজার ৯৫১ ভোট। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলার ভোট গননা চলছিল। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়জুল মোল্লা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলায় মো. বাবুল শেখ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news