ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষক লীগের ত্রাণ বিতরণ

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কৃষি উপকরণ ও খাদ্যদ্রব্য বিতরণ করেছে বাংলাদেশ কৃষক লীগ। রবিবার কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের নেতৃত্বে বরগুনার আমতলী উপজেলা, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা, নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার ও মহিরপুর থানার রাখাইন সম্প্রদায়ের কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। কৃষি উপকরণের মধ্যে ধান বীজ, চার ধরনের সবজি বীজ, ডিএপি সার এবং খাদ্য সামগ্রী রাখাইন সম্প্রদায়সহ এক হাজার কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, শেখ হাসিনা সরকারে থাকলে দুর্গত কৃষকের পাশে দাঁড়ান, সরকারে না থাকলেও তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগকে পাশে নিয়ে কৃষকের সেবায় ব্রত থাকেন। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসীমউদ্দীন, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহদপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন শানু, সহধর্ম বিষয়ক সম্পাদক নিউ নিউ খেইনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news