চাঁপাইনবাবগঞ্জে বিএনএম’র নির্বাচনী অফিসে আগুন

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনএম’র একটি নির্বাচনী প্রচার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি ঈদগাহের পাশে এ ঘটনা ঘটে। দলটির প্রার্থী এটিকে পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা বললেও পুলিশ বলছে এখনও তা নিশ্চিত নয়। বিএনএম প্রার্থী আব্দুল মতিন জানান, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা ভোটারদের ভয়ভীতি দেখাতে নির্বাচনী অফিসে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। এতে ওই অফিসে থাকা পোস্টার-ফেস্টুনসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও তার কর্মী-সমর্থকরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, নির্বাচনী অফিসের মেঝেতে বসার জন্য রাখা খড়ে আগুন লাগে। সে আগুন ছড়িয়ে পড়লে নির্বাচনী অফিসটি পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হলো তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুলিশ সুপার মো. ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news