ছাত্রলীগ পরিচয়ে চাঁদাবাজি, বাড়ি কিনে বিপাকে যুক্তরাজ্য প্রবাসী

সিলেট মহানগরীর চৌকিদেখী এলকায় দুইতলা বাড়ি কিনে বিপাকে পড়েছেন মো. জিলু হক তাজ নামের এক যুক্তরাজ্য প্রবাসী। ছাত্রলীগের নেতাকর্মী পরিচয়ে একদল সন্ত্রাসী তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে বাড়ির চাবি তাদের কাছে দিয়ে বের হয়ে যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন তারা। গতকাল বুধবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের লাউজারি গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী মো. জিলু হক তাজ। লিখিত বক্তব্যে জিলু হক জানান, কয়েক মাস আগে চৌকিদেখীর রংধনু আবাসিক এলাকার ৪৩/১নং বাড়িটি ১৫ শতক ভূমিসহ কিনেন তিনি। বাড়ির মালিক যুক্তরাজ্য প্রবাসী আমিরুন বেগম পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে বাসাটি বিক্রি করেন। পত্রিকায় আইনগত বিজ্ঞপ্তি প্রকাশসহ সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত ৯ এপ্রিল তিনি সাফ কবলা দলিলের মাধ্যমে বাসাটি কিনেন তাজ। এরপর থেকে কতিপয় সন্ত্রাসী তাজের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বাড়ি ছেড়ে যেতে বলেন। ছাত্রলীগ নেতাকর্মী পরিচয় দানকারী ‘সন্ত্রাসীরা’ তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়ে যাচ্ছেন। এসব ঘটনায় গত ৭ জুন সিলেট এয়ারপোর্ট থানায় জিডি করেন তিনি। ৯ জুন ৮-১০ জন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে তার বাড়িতে গিয়ে ফের হুমকি-ধামকি দিয়ে আসেন। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান প্রবাসী জিলু হক তাজ।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news