ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় যেতে চায় কিন্তু এমন ভোটে নয় যে ভোট দিনে না হয়ে রাতে হবে। এমন ভোটে নয় যে ২০১৪ সালে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিল। আমরা এমন ভোট চাই যে ভোট দিনে হবে, আমার ভোট আমি দেব, মৃত ব্যক্তির ভোটে যেন কেউ এমপি নির্বাচিত না হয়।’ ডেঙ্গু সচেতনতায় প্রচার দলের ঘোষিত ধারাবাহিক ১০ দিনের কর্মসূচির পঞ্চম দিন আজ সোমবার তেজগাঁও সাতরাস্তা থেকে শুরু করে কারওয়ানবাজার পর্যন্ত র্যালি, গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নীরব বলেন, ‘এদেশের ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই। ভোট দেওয়ার আশায়, সুষ্ঠু নির্বাচনের আশায় ফ্যাসিবাদ হাসিনাকে বিদায় করেছে তারা। তাই কবে কোন দিন নির্বাচন দিবেন দিন তারিখ ঠিক করে কাজকাম শুরু করেন। তাহলে একটা ফলাফল পাওয়া যাবে।’ প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, তেজগাঁও থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলীসহ নগর বিএনপির নেতৃবৃন্দ। প্রচার দলের সিনিয়র সহ-সভাপতি আল আমিন খাঁন, সিনিয়র যুগ্ম- সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মেহেদী হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমিন, সহ-অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা শামীম রেজা, রাশেদসহ তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত র্যালিতে ছিলেন।
0 Comments
Your Comment