নয়াপল্টনে দুপুরে বিএনপির সমাবেশ, চলছে জাসাসের সাংস্কৃতিক পরিবেশনা

‘বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে’ নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২ টা ৩০ মিনিট থেকে শুরু হবে- ‘গণ সমাবেশ’। মঙ্গলবার সকাল ১১ টায় গিয়ে দেখা যায়, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীবৃন্দ গান পরিবেশন করছেন। জাসাস আহবায়ক হেলাল খানের নেতৃত্বে এই পরিবেশনা হচ্ছে। সমাবেশে প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যগণসহ সিনিয়র নেতৃবৃন্দ। সমন্বয় করবেন, বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। সঞ্চালনা করবেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক, তানভীর আহমেদ রবিন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news