নাটোরে নৌকা-ঈগলের নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

নাটোরের লালপুরে একই স্থানে নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুল ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাড. আবুল কালাম আজাদের নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বত্তরা। সোমবার(০১ জানুয়ারি) রাতে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুরে বাজারে দুই প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুরে বাজারে নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্প ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ছিল। সোমবার দিবাগত রাতে ঈগলের সমর্থক-কর্মীরা নির্বাচনি কাজ শেষে বাড়িতে যান। পরে রাতে ওই ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ক্যাম্পের দুই পাশের সামিয়ানা পুড়ে যায়। পরে সকালে কর্মীরা ক্যাম্পে এসে সামিয়ানা আগুনে পুড়ে থাকতে দেখতে পায়। অন্যদিকে, একই মোড়ে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে টেবিলের সামিয়ানার কাপড় পুড়ে যায়। লালপুর থানার কর্মকর্তা ওসি নাছিম আহমেদ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরির্দশন করেছে। স্বতন্ত্র প্রার্থীর ঈগলের ক্যাম্প বেশি পুড়ে গেছে। এবং নৌকার প্রার্থীর ক্যাম্প কম পুড়েছে। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা শারমিন আখতার বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু পাশাপাশি নৌকা ও ঈগলের দুইটি নির্বাচনী ক্যাম্পেই আগুন লাগার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news