সোমবার আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ করা হয়েছে। নৌকা প্রতীক পেয়েই ফেনী-১ আসনের ছাগলনাইয়ায় পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। পথসভায় আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম বলেন, আপনারা নির্বাচনের দিন সর্বোচ্চ ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত করবেন। ৭ তারিখ আমাকে নৌকায় মার্কায় একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি ফেনী-১ আসনের রেকর্ড পরিমাণ উন্নয়ন করবো ইনশাআল্লাহ। এর আগে ছাগলনাইয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুকের নেতৃত্বে নৌকার সমর্থনে মিছিল, পথসভা ও গণসংযোগের আয়োজন করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজিব, দপ্তর সম্পাদক আবদুল বাকী চৌধুরী শিমুল, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. এনায়েত উল্যাহ সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী জিয়াউল হক রুবেল প্রমুখ।
0 Comments
Your Comment