দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে নীলফামারী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিদ্দিকুল আলমকে (সিদ্দিক) দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি কর্তৃক স্বাক্ষরিত সাংগঠনিক আদেশে এই তথ্য মিলেছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। সূত্র জানায়, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন দলটির সহ-সভাপতি ও জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির আপন ভাগ্নে আহসান আদেলুর রহমান আদেল। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে নেমেছেন নীলফামারী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিদ্দিকুল আলম (সিদ্দিক)। তার প্রতীক কাঁচি। এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম বলেন, এখনো কোনো চিঠি পায়নি। যদি অব্যাহতি দিয়ে থাকে এটি দলীয় সিদ্ধান্তের ব্যাপার।
0 Comments
Your Comment