‘নৌকার বিপক্ষে নয়, আমি ওমর ফারুক চৌধুরীর বিপক্ষে ভোট করছি। আমার প্রতীক হচ্ছে ট্রাক। আপনারা তো ১৪ বছর দেখেছেন। ১৫ বছর তো সুযোগ দিয়েছেন। যদি আমাকে ভোট দেন, আমি যদি আসতে পারি, তাহলে আপনাদের উন্নয়নে কাজ করব।’ রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি গতকাল সকালে গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগে গিয়ে ভোটারদের এমন কথা বলেন। মাহি বলেন, ‘আমি কিন্তু নতুন। ভোট দিতে যাবেন, ট্রাক মার্কায় ভোট দেবেন। আমি নৌকার বিপক্ষে নই। আমি এমপি ওমর ফারুক চৌধুরীর বিপক্ষে। বিষয়টা হচ্ছে সব মহিলা, মহিলাকে ভোট দেবে। ভোট দিতে যাবেন, ট্রাক মার্কায় ভোট দেবেন।’ মাহি সকাল থেকে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চান।
0 Comments
Your Comment