নৌকায় ভোট না দিলে সরকারি ভাতা বন্ধের ঘোষণা মসজিদের মাইকে

কুমিল্লা-৬ (সদর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট না দিলে বিধবা, বয়স্ক, টিসিবিসহ সরকারের সামাজিক নিরাপত্তার ভাতা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন একজন কাউন্সিলর। শুক্রবার (২২ ডিসেম্বর) জুমার নামাজে মসজিদের মাইকে এই ঘোষণা দেন কুমিল্লা সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সারোয়ার শিপন। এ ঘটনায় রবিবার কাউন্সিলর গোলাম সারোয়ার শিপনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা যুগ্ম জেলা জজ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. সিরাজ উদ্দিন ইকবাল। আসনটিতে নৌকা প্রতীকে প্রার্থিতা করছেন বর্তমান সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। কাউন্সিলর গোলাম সারোয়ার শিপনের এমন বক্তব্যে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগটি করেন একই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news