পৃথক হামলায় রণক্ষেত্র কুমিল্লার চান্দিনা, নৌকা ও ঈগলের ৯ সমর্থক আহত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র এক সপ্তাহ। নির্বাচন যত ঘনিয়ে আসছে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনটিতে তত সহিংসতা বাড়ছে। শনিবার নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে পৃথক হামলার ঘটনায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়। পৃথক হামলায় উভয় পক্ষের অন্তত ৯ জন নেতাকর্মী আহত এবং স্বতন্ত্র প্রার্থীর ৪টি গাড়ি ভাঙচুর হয়। শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলার গল্লাই ইউনিয়নের আবেদা নূর কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সমর্থকদের উপর হামলা চালায় ঈগল প্রতীকের সমর্থকরা। সাংবাদিকদের নিকট এমন অভিযোগ করেন ওই হামলায় আহত কাউছার আলম (৩০)। সে উপজেলার গল্লাই গ্রামের মৃত নজির আহমদের ছেলে। হামলার ঘটনায় আহত অপর ৫ জন হলেন- গল্লাই গ্রামের রোস্তম আলীর ছেলে মো. বাশার (৩৭), চেরাগ আলীর ছেলে হযরত আলী (৪৪), আলী আক্কাছ এর ছেলে স্বপন (৩৫), কংগাই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মনির হোসেন (৪৫), ভাগুরাপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে সাবেক ইউপি মেম্বার কুরবান আলী (৬০)। স্থানীয়রা আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর আগে সন্ধ্যা পৌনে ৬ টায় উপজেলা সদরের পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ছায়কোট মৃধা বাড়ী এলাকায় স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু’র গাড়ি বহরে হামলা করে নৌকা সমর্থকরা। এসময় ৪টি গাড়ি ভাঙচুর করা হয়। তবে প্রার্থী ও তার গাড়ি অক্ষত রয়েছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news