টানা দুই মাস ধরে তালা ঝুলছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে। জেলা পর্যায়েও দলটির স্থায়ী ও অস্থায়ী কার্যালয়গুলোর বেশির ভাগই বন্ধ। আসা-যাওয়া নেই নেতা-কর্মীদের। মাত্র নয়টি জেলায় পুরোদমে অফিস খোলা আছে দলটির। গত ২৮ অক্টোবর ঢাকায় নয়াপল্টনে মহাসমাবেশ প- হয়ে যাওয়ার পর থেকেই পুলিশ কার্যালয়টি তালাবদ্ধ করে দেয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তালা দেয়নি। বিএনপির দাবি পুলিশই তালা দিয়েছে। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সব সময়ই পুলিশের অবস্থান রয়েছে। বিএনপি দাবি করেছে, ২৮ অক্টোবরের পর থেকে ক্রমান্বয়ে বিভিন্ন জেলা কার্যালয়েও তালা দিতে শুরু করে পুলিশ। মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হন। এরপর থেকে পুলিশ দেশব্যাপী অভিযান চালিয়ে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করা শুরু করে। তখন থেকেই একটার পর একটা করে সাংগঠনিক কার্যালয় বন্ধ হতে থাকে। সেই অবস্থা এখনো অব্যাহত রয়েছে।
0 Comments
Your Comment