নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, কে আওয়ামী লীগ বা কে বিএনপি করে তা বিষয় না, বিষয় আমি সমাজের ভালো মানুষগুলো নিয়ে কাজ করতে চাই। ভালো লোক বিএনপি করুক আমার আপত্তি নেই। সুন্দর সমাজ প্রতিষ্ঠায় ভালো মানুষগুলো খুব প্রয়োজন। ভালো মানুষগুলোকে চিহ্নিত করে তাদের হাতেই সমাজের নেতৃত্ব থাকলে কারো কোনো ক্ষতি হবে না। কারণ তারা যে কোন কাজ করার আগে বিবেক দিয়ে কাজ করবে। শনিবার বিকালে ফতুল্লার ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড ও নাসিক ১১ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আমি মুক্তিযোদ্ধাদের সহযোগীতা পেলে এ এলাকার চেহারা পাল্টে দিবো। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং এগুলো বন্ধ করতে সবার সহায়তা লাগবে। এসব সমস্যা আমার একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি মাদক নির্মূল করবো। এবার আমি এ কাজটি করতে চাচ্ছি। কোনো দল দেখবো না আমি। নারায়ণগঞ্জ প্রেসক্লাব, বার, সাংবাদিক, আলেম, ওলামা, পুরোহিত, কমিশনার সবাইকে নিয়ে আমি কাজ করবো। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, এর মধ্যে কোনো রাজনীতি নেই। আমি কোনো রাজনীতির জন্য এটা করছি না। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফতুল্লা ৭,৮,৯ নং ওয়ার্ড নাসিক ১১নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা সংসদ এর উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাড. নুরুল হুদার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড এর সভাপতি মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান, জামাল হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন মহি, আনোয়ার হোসেন, আলাউদ্দিন মোল্লা, আজিজুল হক, সামসুদ্দিন প্রধান, মাহফুজুল ইসলাম বকুল, শাহজাহান ভূঁইয়া জুলহাস, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, জেলা যুবলীগ নেতা এহসানুল হক নিপু, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব।
0 Comments
Your Comment