মধ্যরাতে স্বেচ্ছাসেবক লীগের ১৯ কমিটি

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার চিহ্নিত চাঁদাবাজ মাসুদ করিম। সেখানকার দোকান, সৈকতের নৌযান থেকে নিয়মিত চাঁদাবাজি করে তার লোকজন। বঙ্গবন্ধু টানেল রোডে বসিয়েছেন অবৈধ মাইক্রোস্ট্যান্ড। আছে চাঁদাবাজি মামলা। প্রশাসনের কাছে পরিচিত ‘কুত্তা মাসুদ’ নামে। এই মাসুদের বিরুদ্ধে এত এত অভিযোগ শাপেবর হয়েছে। তিনি পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে সহসভাপতির পদ পেয়েছেন। চান্দগাঁওয়ের মঈন উদ্দিন ফরহাদ গত এক যুগ ধরে প্রশাসনের তালিকায় অবৈধ অস্ত্র ব্যবসায়ী। চান্দগাঁও এলাকার ডজনের বেশি কিশোর গ্যাংয়ের নেতা। অপহরণ, জমি দখল, চাঁদাবাজি থেকে শুরু করে এলাকার নানা অপরাধে তার নাম উঠে আসে। লম্বা মহিউদ্দিন নামে পরিচিত মঈন একাধিকবার পুলিশ ও র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়ে জেলে গেছেন। রয়েছে কয়েকটি অস্ত্র মামলা। এত সব অপরাধের জন্য তাকে ‘পুরস্কৃত’ করেছে স্বেচ্ছাসেবক লীগ। সদ্য ঘোষিত চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে সভাপতির পদ পেয়েছেন মঈন। ২১ বছর পর ২০২২ সালের মার্চে দেবাশীষ নাথ দেবুকে সভাপতি ও আজিজুর রহমান আজিজকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০ সদস্যের কমিটি দেওয়া হয়। কমিটি গঠনের দুই বছর পার হলেও নিজেদের কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি দেবু-আজিজ। কিন্তু গত ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে একসঙ্গে নগরীর ৭ থানা ও ১২ ওয়ার্ডের কমিটি ঘোষণা দেন সভাপতি ও সম্পাদক। যেসব কমিটিতে পদ-পদবি দেওয়া হয়েছে সহস্রাধিক নেতা-কর্মীকে। পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক করা হয়েছে সুজন সর্ববিদ্যাকে। যিনি ২০১৯ সালের জুনে ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কিছু মামলা রয়েছে। এর বাইরে আবার বিএনপি- জামায়াতের অঙ্গসহযোগী সংগঠনের রাজনীতি করে আসা বেশ কয়েকজনও পদ পেয়েছেন। পাহাড়তলী থানার সহসভাপতি মোহাম্মদ আরমান হোসেন, আকবরশাহ থানার অর্থ সম্পাদক মোহাম্মদ দিদার বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের রাজনীতিতে সরাসরি জড়িত থাকার ছবি ফেসবুকে ঘুরছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news