মন্ত্রী মেয়র এমপি, বিএনপি নেতাদের বাসায় হামলা

চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মিছিল থেকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা চালানো হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগের এমপি মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। নগরীতে কয়েকটি পুলিশ বক্স এবং বেশকিছু ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর নিউমার্কেটে বিক্ষোভ শেষ করে মিছিল নিয়ে যাওয়ার সময় পথে পথে এসব হামলা-ভাঙচুর করা হয়। সিএমপির অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘মিছিল নিয়ে যাওয়ার পথে শিক্ষামন্ত্রী ও চসিক মেয়র মহোদয়ের বাসা লক্ষ্য করে ঢিল ছুড়েছে। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গেছে। এর আগে মহিউদ্দিন বাচ্চু এমপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নিউমার্কেট থেকে বহদ্দারহাটের দিকে মিছিল নিয়ে যাওয়ার পথে কয়েকটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়। নিউমার্কেট এলাকায় আমাদের সিসি ক্যামেরাগুলো ভেঙে দেওয়া হয়েছে।’ এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় বিপুল জনসমাগমের কারণে নিউমার্কেটের আশপাশের কয়েক কিলোমিটার এলাকা কার্যত আন্দোলনকারীদের দখলে চলে যায়। বিকাল ৩টা থেকে নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। আধা ঘণ্টার মধ্যেই হাজারো আন্দোলনকারীর জমায়েত হয়। এ সময় জিপিও মোড়, সদরঘাট মোড়, স্টেশন রোড এবং আমতল মোড়ে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড় অবরুদ্ধ করে রাখেন। নিউমার্কেট মোড় ঘিরে ব্যস্ততম চারমুখী সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভস্থল থেকে পুলিশ বক্স ও সিসি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটে। তবে পুরো এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহনশীল থাকতে দেখা গেছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news