মার্কিন নির্বাচনের ব্যালট পেপারে বাংলা ভাষা

পুরো বিশ্বের চোখ এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস- কে হচ্ছেন ৪৭তম প্রেসিডেন্ট, সেই আলোচনা সবখানে। এর মধ্যেই জানা গেল, এবারের নির্বাচনের ব্যালট পেপারেও জায়গা করে নিয়েছে বাংলা ভাষা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে। নিউইয়র্কে ২০০টিরও বেশি ভাষা ব্যবহৃত হয়। বৈচিত্র্যময় এ ভাষার সমাহার শহরটিকে অনন্য করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে ইংরেজি ছাড়া মাত্র চারটি অতিরিক্ত ভাষা ব্যবহৃত হবে। এর মধ্যে এ অঞ্চলের ভাষার প্রতিনিধিত্বকারী ভাষা হিসেবে স্থান পেয়েছে বাংলা। নিউইয়র্ক সিটির নির্বাচনী বোর্ডের নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান বলেন, আমাদের ইংরেজির পাশাপাশি চারটি অন্য ভাষা রাখতে হবে। সেগুলো হলো- চীনা, স্প্যানিশ, কোরিয়ান ও বাংলা। ব্যালট পেপারে বাংলা ভাষার অন্তর্ভুক্তি কেবল একটি অনুগ্রহ নয়, বরং এটি একটি আইনগত বাধ্যবাধকতা। মার্কিন নির্বাচনে ২০১৩ সালে প্রথমবার বাংলা ভাষায় ব্যালট পেপার ছাপা হয়।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news