আগামীকাল রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। পাশাপাশি বিএনপি সমর্থক নানা অরাজনৈতিক সংগঠনকেও কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বাইরে দলের ইউনিটগুলোকেও এদিন কর্মসূচির আয়োজন করতে বলা হয়েছে। গতকাল শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, আগামী ১০ ডিসেম্বর রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় গুম-খুন হওয়া পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করা হবে। রাজধানীতে রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে। মানবাধিকার দিবস উপলক্ষে আজ সকাল ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানবপ্রাচীর তৈরি করবে মায়ের ডাক নামক সংগঠন। গুম, ক্রসফায়ার ও কারা নির্যাতিত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে এই সংগঠনটি গঠিত হয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবের উদ্যোগে মানববন্ধন হবে। সকাল সাড়ে ১০টায় তোপখানা রোড শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আলোচনাসভার আয়োজন করেছে। নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ-অধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার মানবাধিকার দিবসে রাজধানীতে তারা শোভাযাত্রা ও সমাবেশ করবে। রবিবার সকাল ১০টায় বিএনপি সমর্থক সম্মিলিত পেশাজীবী পরিষদও মানববন্ধন করবে।
0 Comments
Your Comment