আগামী শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীতে সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। আওয়ামী লীগের উপ-দপ্তর সায়েম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২৭ জানুয়ারি দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে আমাদের দলীয় সমাবেশ রয়েছে। ২৬ তারিখ দলের পক্ষ থেকে রাজধানীর কয়েকটি স্থানে শীতবস্ত্র বিতরণ করা হবে।’ এদিকে ২৭ তারিখ বিএনপি ‘কালো পতাকা মিছিল’ কর্মসূচির ঘোষণা দেয়। একই দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মাঠে শান্তির জন্য পাহারায় থাকবেন বলেও জানা গেছে।
0 Comments
Your Comment