রাজধানীর কলাবাগানের একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে রোজা মনি নামের এক ৬ বছরের কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওই শিশুর মা হাসিনা বেগম ওই হাসপাতালে আয়ার কাজ করেন। শুক্রবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর পর শিশুটিকে ওই হাসপাতালে রেখেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৩৫ মিনিটে রোজা মনির মৃত্যু হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। শিশুটির মা হাসিনা বেগম জানান, শিশুটির বাবা আনোয়ার হোসেনের সাথে তার সম্পর্ক নেই। তিনি সন্তানকে নিয়ে কাঁঠালবাগান এলাকায় থাকতেন। আজ (শুক্রবার) কাজে যাওয়ার সময় রোজা মনিকে সাথে নিয়ে গিয়েছিলেন। তাকে রেখে তিনি কাজে ব্যস্ত ছিলেন। এই ফাঁকে শিশুটি অষ্টম তলার রেলিংয়ের উপর থেকে নিচে উঁকি দিতে গিয়ে পড়ে গেছে বলে জানতে পারেন।
0 Comments
Your Comment