শঙ্কার কোনো কারণ নেই : সিএমপি

চট্টগ্রাম মহানগরের যে আসনগুলো আছে, সেগুলোতে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নগরীর বিভিন্ন নির্বাচনি ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয়, সেজন্য আমাদের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আমরা অপরাধ রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছি। আমাদের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়ন যুক্ত হয়েছে। বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসিয়েছি। এ সময় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এমএ মাসুদ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এএসএম মাহাতাব উদ্দিন ও অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আব্দুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এডিসি (দক্ষিণ) নোবেল চাকমা ও কোতোয়ালী জোনের এসি অতনু চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, মহানগরের ৬০৭টি কেন্দ্রের মধ্যে ৪৪৬টিকে গুরুত্বপূর্ণ মনে করেছি। সেগুলোতে আমাদের ফোর্সের ব্যবস্থাপনা এবং উপস্থিতি একটু বেশি থাকবে। নগর পুলিশের ৪ হাজার ৫০০ জন অফিসার ও ফোর্স মাঠে থাকবে। পাশাপাশি আমাদের সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি যুক্ত হয়েছে। তারা রাস্তায় টহল দিচ্ছে। আমাদের সঙ্গে আনসার সদস্যরা থাকবেন, তারা কেন্দ্রভিত্তিক আমাদের সঙ্গে কাজ করবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে ‘এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থার মধ্যে যুক্ত হবেন। নগরের প্রবেশ মুখগুলোতে চেকপোস্ট ও নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া নগরের বিভিন্ন থানায়ও চেকপোস্ট ও নিয়মিত তল্লাশি চালানো হবে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news